If the product is not available in Nur Telecom stock, the authority has the right to cancel any order within five working days. If the customer agrees to wait for the product (s), the order may stay as open/processing/hold status for a maximum of 30 days.
In the case of clause (a), if the customer has already made an advance payment for the order, the customer will receive a full refund within 1 – 15 working days. If the customer received any cashback, the received cashback amount would be adjusted with the refund amount.
After confirming an order, if the customer cancels the order and the customer already makes an online payment against that order, Nur Telecom will charge an online gateway transaction fee while disbursing the refund amount.
N.B: Replacement of the product is subject to availability on Nur Telecom. You may need to wait for a couple of days to receive the product.
Please read our product descriptions, price, and warranty policy carefully before placing an order. If the product is incompatible with your devices, you decide not to use it at all, or you thought it was a different product, we won't do any refund once you've placed your order.
১। ডিসপ্লে লাগানোর আগে ডিসপ্লে কোনো প্রকার পলি কাগজ না ছিড়ে বা না খুলে ডিসপ্লে ভাল করে পরীক্ষা করতে হবে যে কোনো প্রকার সমস্যা বা ত্রূটি পাওয়া যায় তাহলে ডিসপ্লে না লাগিয়ে নূর টেলিকম এর সাথে যোগাযোগ করতে হবে।
২। ডিসপ্লের উপরে এবং নিচের সাইডের কোনো পলি না তুলে চেক করবেন যদি আপনার মতে কোনো প্রকার ত্রূটি না থাকে তাহলে লাগাবেন আর যদি ত্রূটি পান তাহলে লাগাবেননা।
৩। ডিসপ্লে লাগানোর সময় সাবধানে লাগাবেন, যাতে আপনার ডিসপ্লেটির কোনো প্রকার ক্ষতি না হয়।
৪। ডিসপ্লে লাগানোর আগে যদি মনে হয় সব ঠিক আছে তাহলে শতভাগ নিশ্চিত হয়ে পলি বা স্টিকার তুলবেন এবং লাগাবেন।
৫। ডিসপ্লের উভয় পাশের যে কোনো প্রকার পলি বা কাগজ ছিড়লে বা তুলে ফেললে ওয়ারেন্টি পাবেননা।
৬। ডিসপ্লেতে কোনো প্রকার ঘাম বা আঠা লাগালে ওয়ারেন্টি থাকবেনা।
৭। ডিসপ্লের অরজিনাল কালার বা টাচ ঠিক মতো কাজ করে কিনা শত ভাগ নিশ্চিত হয়ে ডিসপ্লে লাগাবেন।
১) ব্যাটারী ক্রয়কৃত তারিখ থেকে ১ মাসের গ্যারান্টি পাবেন। ১ মাসের ভেতরে কোন রকম ব্যাটারী সার্ভিস আপনার মনের মতো না হলে, এক মাসের ভেতরে কোণ টাকা ছাড়া সরাসরি পাল্টাতে পারবেন।
২) ব্যাটারী কোন প্রকার ফিজিক্যাল ড্যামেজ হলে ওয়ারেন্টী হবে না।
৩) পানি, তরল পদার্থ, রেবন ছেড়া, ইলেক্ট্রিক শর্ট সার্কিট এবং কোণ প্রকার আঘাতজনিত কারনে ব্যাটারী নষ্ট হলে ওয়ারেন্টী প্রযোজ্য হবেনা।
৪) যদি কোণ ব্যাটারী ওয়ারেন্টী থাকা সত্যেও স্টকে না থাকে সে ক্ষেত্রে সার্ভিস এর সময় বা তারিখ কতৃপক্ষ পরিবর্তনের অধিকার রাখে।
৫) যদি পন্য পাবার পরে, কোন ধরনের ত্রুঠি পান তাহলে সাথে সাথে নুর টেলিকম কে জানাবেন।
৬। ব্যাটারী চার্জ আপনার মনের মতো না থাকলে ব্যাটারী এক মাসের মধ্যে চেঞ্জ করতে পারবেন।
৭। ব্যাটারী যদি ওয়ারেন্টি সময় বা ১ মাসের ভিতর ফুলে যায় তাহলে ওয়ারেন্টি পাবেননা।
৮। ব্যাটারী ক্রয় করার সময় অবশ্যই মেমো নিবেন, মেমো ছাড়া ব্যাটারী চেঞ্জ করা যাবেনা।
৯। অরজিনাল চার্জার দিয়ে যদি আপনি আপনার মূল্যবান মোবাইলটি চার্জ করেন এবং চার্জ করার নিয়ম মেনে চলেন আশাকরি আপনি আপনার ফোনটি দীর্গদিন ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।